আন্তর্জাতিক ডেস্ক : উঁচু ভবন নির্মাণ করে যুগে যুগে মানুষ তাদের জৌলুস প্রদর্শন করেছে। তবে এ যুগে যেভাবে আকাশচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে, অতীতে সেভাবে দেখা যায়নি। ২ হাজার ৭২২ ফুট উচ্চতা নিয়ে দুবাইয়ের বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। তবে এবার এটাকেও ছাড়িয়ে যেতে পারে নতুন একটি ভবন, যার উচ্চতা হতে পারে ৩ হাজার ফুটের বেশি। খবর সিএনএনের।
তবে নতুন স্থাপনাটি কোনো আবাসিক ভবন হবে না। পুরো ভবনটি হবে একটি ‘আকাশচুম্বী ব্যাটারি’, যেখানে নবায়নযোগ্য শক্তি সঞ্চয় করে রাখা হবে। বিদ্যুৎ কোম্পানি এনার্জি ভোল্টের সঙ্গে সমন্বয়ে এ ভবনের নকশা তৈরি করবে স্কিডমোর, ওয়িং অ্যান্ড মেরিল (এসওএম) নামের বৈশ্বিক প্রতিষ্ঠান।
এর আগে তারা বিশ্বের বেশ কয়েকটি আকাশচুম্বী ভবন তৈরি করেছে। এসওএম নিউইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, শিকাগোর উইলিস টাওয়ার, যা সিয়ার্স টাওয়ার নামেও পরিচিত এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার নকশা করেছে। এসওএমের পরামর্শ সহযোগী ও বুর্জ খলিফার কাঠামো-প্রকৌশলী বিল বেকার বলেন, এটা করার সুযোগ রয়েছে। শক্তি সঞ্চয়ের ব্যবস্থা করা যেতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমাবে।
কার্যত বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার বিষয়টি মাথায় রেখে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের এ বিশাল আকাশচুম্বী ব্যাটারি নির্মাণ করা হচ্ছে। তবে এর স্থান-কাল সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।