আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চন্দনগরে ভালোবেসে ছাত্রকে নিয়ে পালিয়ে গেলেন এক স্কুল শিক্ষিকা। খবর সিয়াসাত ডেইলি’র।
প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষিকা স্কুলছাত্রকে নিয়ে ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে পালিয়ে যান। এ ঘটনার পর ছাত্রের পরিবার থেকে গাছিবাউলি থানায় একটি অপহরণের মামলা দায়ের করে। অন্যদিকে শিক্ষিকা পালিয়ে যাওয়ার পর তার নামেও একটি নিখোঁজ মামলা দায়ের করে পরিবার।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিখোঁজ শিক্ষিকা ছাত্রের সাথে পালিয়েছেন। এরপর তাদের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে ফেরার পরই উভয় পক্ষের পরিবার মামলা তুলে নেয়।
পুলিশ জানায়, ওই শিক্ষিকা স্কুলে পাঠদানের সময় ছাত্রের প্রেমে পড়েন। প্রায় এক বছর ধরে তারা প্রেম করেন। পরবর্তীতে তারা ১৬ ফেব্রুয়ারি পালিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।