স্পোর্টস ডেস্ক : টেম্বা বাভুমাকে নিয়ে ভালো আপদই হয়েছে দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক তিনি, ড্রেসিংরুম সামলানোয় তাঁর চেয়ে দক্ষ কাউকে এ মুহূর্তে খুঁজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কিন্তু মাঠে দক্ষিণ আফ্রিকাকে যেন সেভাবে সাহায্যই করতে পারছেন না বাভুমা।
গত সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে দল যখন বিপদে পড়েছিল, সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন বাভুমা। দাঁড়ানো বলতে একেবারে পিলার গেড়ে দাঁড়ানো – ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত। এক সময়ে ১০০ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা সেদিন অলআউট হয়েছিল ২২২ রানে, বাভুমা ব্যাটটা ইনিংসজুড়ে ক্যারি করে রান করেছেন ১১৪।
ঝামেলা হলো, দক্ষিণ আফ্রিকার অমন দিন অল্পই আসে। দক্ষিণ আফ্রিকা কোনোরকমে টিকে থাকায় নয়, তেড়েফুঁড়ে আক্রমণে বিশ্বাসী, আর সেখানে বাভুমা অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এই বিশ্বকাপেই দেখুন, বাভুমা ম্যাচ খেলেছেন তিনটি, তাতে রান তেমন একটা পাননি – লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬, আর কাল পাকিস্তানের বিপক্ষে ২৮।
কাল শেষ দিকে অসাধারণ লড়াইয়ে ফিরে এসে ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল পাকিস্তান, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে ১ উইকেটে। এর আগে বাভুমা সর্বশেষ খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে, যে ম্যাচে অঘটনের শিকার হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি কক, মার্করামদের ব্যাটে দক্ষিণ আফ্রিকা ৩১১ করেছে, সেদিন বাভুমা কী করেছেন না করেছেন সেদিকে কারও খেয়ালই যায়নি। দিল্লিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, মার্করাম, ক্লাসেনের বিধ্বংসী তিন সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রেকর্ড ৪২৮ রান করার পর সেদিন দুই দলের অন্য কারও দিকেই আর খেয়াল সেভাবে যাওয়ার কথা নয়!
এর পরে অবশ্য যে দুটি ম্যাচে খেলেননি বাভুমা, তার আনুষ্ঠানিক কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বাভুমা অসুস্থ। তা কারণ যা-ই হোক, বাভুমাকে ছাড়া ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকার রান দেখুন – ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯, বাংলাদেশের বিপক্ষে ৩৮২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।