সারা দেশে তাপমাত্রা সামান্য কমেছে

জুমবাংলা ডেস্ক : সারা দেশে প্রবহমান তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়েছে। এরপরে রাত ১০টার দিকে ঝড়বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। এছাড়া রাজধানীতেও কমেছে তাপমাত্রা।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় এক ডিগ্রি কমে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা কমে আজ রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মেঘলা আকাশ সাথে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় মানুষের ঘাম বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

তিনি জানান, আগামী শুক্রবারের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়াও শনি ও রোববার দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ওই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে।

সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর