জুমবাংলা ডেস্ক : সূর্য যেন আগুন ছড়াচ্ছে সারা দেশে। বৈশাখের ‘অগ্নি স্নানে সূচি হোক ধরা’র সেই স্লোগানই যেন সত্যি করতে তাপ বাড়তে শুরু করেছে। বুধবার (১ মে) দেশের ৫ জেলার তাপমাত্রা উঠেছে ৪২ ডিগ্রির ওপরে। এসব এলাকায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। অন্যদিকে আরও ৭ জেলার তাপমাত্রা আছে ৪০ থেলে ৪২ ডিগ্রির মধ্যে। ঢাকার তাপমাত্রাও বেড়েছে ১ ডিগ্রি।
এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির সংবাদ দিলো আবহাওয়া অধিদফতর। আগামীকাল বৃহস্পতিবার (২ মে) ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে তারা।
আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যশোরে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি যা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে ঢাকার তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩, যা মঙ্গলবার ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি, রবিবার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি। সে হিসেবে আজকের তাপমাত্রা কিছুটা কম। কিন্তু বাতাসে জ্বলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরমের তীব্র অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, কাল বৃষ্টি হতে পারে ঢাকার আশেপাশের জেলাগুলোতে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আমরা আশা করছি। তবে মে মাসে গরম কমে যাবে এটা বলা যাবে না। এপ্রিল-মে মাস স্বাভাবিকভাবেই তাপমাত্রা অনেক বেশি থাকে। গরমের অনুভূতি বেশি হবে এটাই স্বাভাবিক।
চুয়াডাঙ্গা ও যশোর বাদে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বেলা ৩ টা পর্যন্ত ৪০ থেকে ৪২ ডিগ্রির ওপরে থাকা জেলাগুলো হচ্ছে– খুলনা, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা ও কুষ্টিয়া৷ এসব এলাকার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগা, সিরাজগঞ্জ, দিনাজপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে বিরাজমান তাপপ্রবাহ দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং দেশের পূর্বাঞ্চলে তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।