আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে হিন্দু মন্দির। এই বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মন্দিরটি উদ্বোধন করতে দুই দিনের সফরে আমিরাত যাচ্ছেন মোদি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সেখানে মন্দির উদ্বোধন করা ছাড়াও দুবাইয়ের জায়েদ স্পোর্টস সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন নরেন্দ্র মোদি।
এর আগে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন এক বিবৃতিতে জানান, উদ্বোধনের দিনে মন্দিরটি দেখতে ২ থেকে ৫হাজার ভক্তের সমাগম হতে পারে।
সরকারি সূত্রমতে, ২০১৫ সালে মন্দিরটি নির্মাণে আবুধাবির রাজপুত্র ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৩.৫ একর জমি দান করেছেন। ২০১৯ সালে মন্দিরের জন্য আরও ১৩.৫ একর জমি উপহার হিসেবে দিয়েছেন আমিরাত সরকার।
মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ২০১৯ সালের এপ্রিলে আর নির্মাণ কাজ শুরু হয়েছে ডিসেম্বরে। মন্দিরটি নির্মাণে প্রায় ৪০০ মিলিয়ন দিরহাম খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মহন্ত স্বামী মহারাজের তত্ত্বাবধানে এই প্রকল্পের তদারকি করছেন ব্রহ্মবিহারীদাস স্বামী।
বিএপিএস হিন্দু মন্দির সংযুক্ত আরব আমিরাতের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু পাথরের মন্দির। ২৭ একর জমিজুড়ে গড়ে উঠেছে মন্দিরটির কাঠামো। মন্দিরটি আবুধাবির আবু মুখেরা জেলায় অবস্থিত।
মন্দিরটি উদ্বোধন উপলক্ষে দুদেশের পারস্পারিক বিশ্বাস, সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।