ছেলেদের যে জিনিষটি আকর্ষণ করে তানিয়া বৃষ্টিকে, জানালে অভিনেত্রী নিজেই

তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ছেলেদের অনেক সুন্দর হতে হবে, ব্যাপারটা এমন নয়। আমাকে আকর্ষণ করে ছেলেদের হাইট এবং চুল। এছাড়াও মানুষটা অবশ্যই ভালো মনের হতে হবে। ধনী থাকুক বা না থাকুক সেটা বিষয় নয়। একটা মানুষ যদি পরিশ্রমী হয়, তাহলে একদিন না একদিন সে টাকাপয়সা ইনকাম করতেই পারবে।

তানিয়া বৃষ্টি

আমি বিয়ে করলে অবশ্যই সবাইকে জানিয়ে করবো। আর সেটা যদি আরশ খানও হয়, সেটাও মানুষ জানবে। আর না হলে আমি নিজে বলবো, হ্যাঁ আমি বিয়ে করেছি। আমি এখন বিবাহিত, আমার জামাই এটা।

আমার আর আরশ খানের সম্পর্কটা আসলে একটা ফ্রেন্ডশিপের মতো। ও আমার থেকে এক বছরের বড়। আমাদের মধ্যে তুই-তুকারির একটা বন্ধুত্ব আছে। আমার মনে আছে, আমি যখন প্রথম ওর সঙ্গে একটা ইমোশনাল সিনের শুটিং করি, তখন ও আমাকে বলে ‘তুই না চোখের দিক তাকিয়ে ডায়লগ দিস, এটা আমার খুব ভালো লাগে’। এটা অন্য কেউ পারে না বা আমি কানেক্ট হতে পারি না। এখান থেকেই আসলে ওর সঙ্গে আমার বন্ধুত্বটা শুরু। ওর সঙ্গে এখন আমার এতো ভালো বন্ধুত্ব, কিন্তু তার মানে এই না যে, আমারা বিয়ে করে ফেলসি বা প্রেম করছি।

এখন আমি সিঙ্গেল নাটক নিয়েই কাজ করছি। মোশাররফ ভাই, নিলয় আলমগীর, আরশ খানÑ তাদের সঙ্গেই কাজ করা হচ্ছে। ওটিটিতে একটা সময় শুধু টিবিসি যারা করেছেন বা নিকেতন পাড়ার সার্কেলটা তারাই কাজ করছিলো। এখন আমাদের থেকেও অনেকেই কাজ করছে। খুব ভালো ভালো কাজ হচ্ছে।

আমার আসলে যেটা হয় যে, মানুষের সঙ্গে কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমি কমিউনিকেশনে খুবই বাজে। আমার কারও সঙ্গে কাজ শেষ হয়ে গেলে একটু ন্যূনতম হাই হ্যালোটাও হয় না।

এই কারণে আমার এই জায়গাতে অনেক বড় একটা গেফ আছে। আমার ফোকাস যে শুধু ওটিটিতেই থাকবে ব্যাপারটা এরকম নয়। আমার কথা হলো আমি অভিনয় করতে চাই, সেটা বড় পর্দাায় হতে পারে, নাটকে হতে পারে, সেটা ওটিটিতে হতে পারে। আমার যদি ক্যারেক্টার ভালো লাগে সেটা যেই হোক আমি করবো।

আমি আসলে নাটকে এতো বেশি ইনভলভ, এতো কাজ এখানেই হচ্ছে যে আমি ওই দিকে ফোকাস দিতে পারছি না। ওটিটি থেকে যদি আমার কাছে ভালো কোনো অফার আসে, তাহলে আমি অবশ্যই করবো। সূত্র : আরটিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে।