তোয়ালে খুলে যাবে না তো,ক্যামেরার সামনে যা নিয়ে চিন্তায় ছিলেন ক্যাটরিনা ও লি

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : সিনেমায় ক্যামেরার সামনে স্বল্প বসনে নায়িকা বা খলনায়িকার অভিনয় নতুন কিছু নয়। কিন্তু যদি সেই দৃশ্য হাতাহাতির হয় তাহলে শরীরে থাকা স্বল্প বসন সামলানো একটা বড় চিন্তা হয়েই যায়। যেটা হয়েছিল ক্যাটরিনা কাইফ ও মিশেল লি-এর।

ক্যাটরিনা

একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। শ্যুটিংয়ে ক্যাটরিনা ও লি, ২ জনেরই শরীরে জড়ানো ছিল একটি করে তোয়ালে। যেমনটা স্নানের আগে বা পরে মহিলারা বাথরুমে জড়িয়ে রাখেন।

কেবল তোয়ালে দিয়ে শরীর ঢাকা। তাও বাথরুমে যেভাবে মহিলাদের গায়ে তোয়ালে জড়ানো থাকে তা সহজেই খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সেটাই ছিল ক্যাটরিনা ও লি-এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

একে হাতাহাতির দৃশ্যে অভিনয়। ফলে পোশাক এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তায় আবার শরীরে পোশাক বলতে কেবল একটা তোয়ালে জড়ানো।

তাই ২ সপ্তাহ ধরে ক্যাটরিনা ও লি নিজেদের মধ্যে এই দৃশ্যে অভিনয়ের অনুশীলন করেন। যাতে ক্যামেরার সামনে কোনও কাণ্ড না হয়। তাছাড়া হাতাহাতি দেখানোর জন্য ২ জনকেই সন্তর্পণে হাত চালাতে হয়। যাতে কারও শরীর ছোঁবে না কিন্তু ক্যামেরায় মনে হবে একে অপরকে সপাট আঘাত করছে।

নেপাল ঘুরে দেখার জন্য সেরা যে ৫ জায়গা

তাই সেদিকটাও নজরে রেখে অনুশীলন করেন তাঁরা। পরে ক্যামেরার সামনে এই অভিনয়ের সময় কোনও সমস্যা হয়নি। টাইগার ৩ সিনেমায় এই ২ নারীর অভিনয় দেখতে পাওয়া যাবে। যেখানে ২ জনকে তোয়ালে জড়িয়ে হাতাহাতির দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা