জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের পোদ্দার বাজারে পেঁয়াজ চুরির অভিযোগ এনে ষাটোর্ধ ফারুক নামে এক ব্যবসায়ীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রহিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক।
ইউপি সদস্য আবদুর রহিম বশিকপুর ইউনিয়নের ওশিয়ারকান্দি গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে। অন্য দুজন হলেন- ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালাম আজাদ (৫২) ও একই ইউনিয়নের নন্দীগ্রামের আমির হোসেনের ছেলে শরাফত উল্যাহ (৫৩)।
এর আগে শনিবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে পেঁয়াজ চুরির অভিযোগ এনে বৈদ্যুতিক খুঁটির সাথে ৩ ঘণ্টা বেঁধে মারধরসহ নির্যাতন করা হয় ফারুক নামে এক ব্যবসায়ীকে। পরে শালিশি বৈঠকের নামে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে, ওই ব্যবসায়ীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ ওঠে।
বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনা-সমালোচনা, ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. ফারুক নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে ফারুক স্টোর নামে একটি মুদি দোকানের মালিক। বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও স্থানীয় ৩নং পরকোট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ব্যবসায়ী ফারুকের দুই হাত রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে এবং দুই পা খুঁটির সাথে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে আটকে রাখা হয়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাকে এভাবে বেঁধে রাখা হয়। এসময় বাজারের ব্যবসায়ী ও আগত লোকজন যে যেভাবে পেরেছে, তাকে নির্দয়ভাবে মারধরসহ বর্বর নির্যাতন চালায় তার ওপর।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বৈদ্যুতিক খুঁটি থেকে ছাড়িয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে আনা হয়। এসময় বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রকাশ হাতকাটা হারুনের নেতৃত্বে কথিত শালিস বৈঠকের নামে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এরপর স্বজনদের কাছ থেকে তা তাৎক্ষণিক আদায় করেন। বৈঠকে আটক ও নির্যাতনের ঘটনা নিয়ে কোন বাড়াবাড়ি করবে না মর্মেও একটি মুছলেকা নেন বলেও জানা যায়।
এদিকে শালিশ-বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের বিষয় অস্বীকার করলেও মুছলেকা নেয়ার বিষয় স্বীকার করেছেন পোদ্দার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
তিনি জানান, বাজারের মসজিদ মার্কেট এলাকায় চারটি দোকানে পেঁয়াজ-রসুন চুরির সময় লোকজন তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে তিনি ১১টার দিকে বাজারে এসে ব্যবস্থাপনা কমিটির অফিসে আনেন। এরপর আটককৃত চোরকে তার স্বজনদের হাতে তুলে দেন।
তবে চুরি হওয়া দোকান চারটির কোনো তথ্যই দেননি তিনি। নির্যাতিত ব্যবসায়ী ফারুককে তিনি চোর বলেই আখ্যা দিয়েছেন।
এদিকে আটক হওয়ার পূর্বে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, বাজারে বাবুলের দোকানে ১ কেজি পেঁয়াজ চুরির সময় দোকানের লোকজন তাকে আটক করেছে বলে তিনি শুনেছেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, ফারুক নামে এক ব্যক্তিকে চুরির অপবাদ নিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনায়, অভিযান চলিয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।