বিনোদন ডেস্ক : ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বড় আয়োজনের সিনেমা ‘দামাল’-এর ট্রেলার প্রকাশ পেল মঙ্গলবার। ২ মিনিটের ট্রেলারটি দেখে নেটিজনরা বলছেন, ‘দুর্দান্ত’! নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে শেয়ার করছেন আপন মেনে!
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত্র চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। ‘পরাণ’-খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’।
‘দামাল’ এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর পরই আলোচনার শীর্ষে এই সিনেমা! দর্শকদের আগ্রহও বেড়েছে দ্বিগুণ! অনলাইনে শুরু হয়েছে চর্চা! নেটিজেনরা বলছেন, নিজের দেশের মুক্তিযুদ্ধকালীন ফুটবল টিম নিয়ে তৈরি হওয়া সিনেমাটি ভাবতেই অসাধারণ ভালো লাগছে। ট্রেলার দুর্দান্ত হয়েছে। সিনেমাটিও আগ্রহ বাড়িয়েছে।
আবার কেউ, এমন কনসেপ্ট নিয়ে সিনেমা বানানোর জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতেও ভুলছেন না। ফেসবুক ও ইউটিউবে মঙ্গলবার বিকেলে উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন নেটিজেনরা। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ট্রেলারটি নিয়ে প্রশংসার ফুলঝুরি!
মূলত মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে ‘দামাল’-এ। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে ‘দামাল’-এ।
পরিচালক রাফী বলেন, এমন গৌরবময় অধ্যায় নিয়ে সিনেমা বানাতে পেরে আমি গর্বিত। যোগ করে তিনি বলেন, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা হতে যাচ্ছে ‘দামাল’।
তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।
গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।
গেল ঈদে ‘পরাণ’ সিনেমার মাধ্যমে দর্শকের ‘পরাণ’ জয় করেছেন মিম। দামাল-এও তিনি থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বললেন, একটি সিনেমায় যে শ্রম দিতে হয়, চরিত্রের ও গল্পের ভেতরে যেভাবে ডুবে থাকতে হয় দামাল-এ তাই করতে হয়েছে। এ ছবির গল্পে যে ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হচ্ছে তা নিয়ে আগে কখনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। এমন একটি গল্পে কাজের সুযোগ পাওয়াটা আমার অভিনয় জীবনে নতুন কিছু যোগ করবে।
শরিফুল রাজ বলেন, ‘দামাল’ পিরিওডিক্যাল গল্পের একটি দুর্দান্ত সিনেমা। ওটার সঙ্গে চরিত্র হিসেবে থাকতে পেরে সৌভাগ্যবান মনে করি।
শুধু মিম কিংবা শরিফুল রাজ নয়, ‘দামাল’ এর ট্রেলারে দারুণ লুক নিয়ে উপস্থিত হয়েছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমী ও ইন্তিখাব দিনার।
বিউটি পার্লারে যেয়ে অর্ধেক বয়স কমিয়ে যুবতী হয়ে আসলেন রানু মণ্ডল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।