বিনোদন ডেস্ক : অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে খোশমেজাজে ছিলেন জাহ্নবী কাপুর। বিয়েতে কখনো ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনো বডিং হাগিং ড্রেসে সবার দৃষ্টি কেড়েছেন নতুন প্রজন্মের এ অভিনেত্রী।
শুধু তা-ই নয়, প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে তালমিলিয়ে নৃত্য করেছেন। এমন আনন্দময় সময়ের রেশ কাটতে না কাটতেই অন্যরকম খবর জানা গেছে। শোনা যাচ্ছে, নিখোঁজ হয়েছেন জাহ্নবী!
এমনটা শুনে তার ভক্ত-অনুরাগীরা হয়তো ভয় পেতে পারেন। তবে শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ এ বিপদ বাস্তবে নয়। এমনটা ঘটেছে সিনেমায়। সুধাংশু সারিয়া নির্মিত স্পাই থ্রিলার ‘উলঝ’ সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। আর সেই সিনেমাতেই এমন সব ঘটনা ঘেটেছে। সিনেমায় ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী।
এরই মধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর তাতেই ঘণীভূত হয়েছে রহস্য। প্রায় আড়াই মিনিটের এ ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, লন্ডনের ভারতীয় দূতাবাসে এক চর আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এর মধ্যেই সুহানাকে দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসেবে ঘোষণা করা হয়।
কিন্তু হাই প্রোফাইল এ কাজ করতে গিয়েই কি সুহানা ফেঁসে যান? কেন সে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ? এ সব প্রশ্নের উত্তর প্রেক্ষাগৃহে পাওয়া যাবে আগামী ২ আগস্ট। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘উলঝ’ সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।