জুমবাংলা ডেস্ক : চলমান অতি তাপপ্রবাহের কারণে রেলওয়ের পাকশী বিভাগজুড়ে ট্রেনের গতিসীমা কমাতে হচ্ছে। অতি তাপমাত্রায় কোনো কোনো রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এটাকে রেলের ভাষায় বলা হয় বাকলিং। কয়েক দিন ধরে রেললাইনে তাপমাত্রা ৫০-৫৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে।
এমন পরিস্থিতিতে পাকশী বিভাগের ঝুঁকিপূর্ণ রেললাইনে দিনে ট্রেনের গতি কমিয়ে চলার স্ট্যান্ডিং অর্ডার বা স্থায়ী আদেশ দেওয়া হচ্ছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যশোর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দর্শনা জংশন পর্যন্ত রেলরুটে ট্রেনের গতি কমানোর স্থায়ী আদেশ দেওয়া হয়েছে। এ লাইনে ট্রেনের গতি ৮০ কিলোমিটার থেকে কমিয়ে ৬০ কিলোমিটার করতে বলা হয়েছে। এটি শুধু ২৭ এপ্রিলের জন্য প্রযোজ্য থাকবে। পরবর্তীতে তাপমাত্রার অবস্থা বুঝে নির্দেশনা প্রদান করা হবে।
রেলওয়ে ওই কর্মকর্তা জানান, আবহাওয়া অফিসে যে তাপমাত্রা থাকে তার চেয়ে ১০-১৫ ডিগ্রি বেশি তাপমাত্রা থাকে রেললাইনে। রেললাইনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রেললাইন পর্যবেক্ষণে রাখা হয় এবং প্রয়োজনে ট্রেনের গতি কমানোর নির্দেশনা দেওয়া হয়। কোথাও বাকলিং বা লাইন বেঁকে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য পেট্রলিং (লোকবল নিয়োগ) করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল বলেন, লোহা অতিরিক্ত তাপে সম্প্রসারিত হয়। সেজন্য তাপমাত্রা বেশি হলে রেললাইন সম্প্রসারিত হয়ে বেঁকে যেতে পারে। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন সম্প্রসারিত হচ্ছে কিনা তা দেখার জন্য পেট্রোলিং টিম রয়েছে। প্রতি এক কিলোমিটার এলাকার জন্য একজন করে লোক রয়েছে যারা সার্বক্ষণিক দেখভাল করছে রেললাইনের কোনো সমস্যা হচ্ছে কিনা।
তিনি আরও বলেন, ঈশ্বরদীতে কয়েক দিন ধরে রেললাইনে তাপমাত্রা ৫০-৫৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। ফলে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।