পেছনের গাছটি নিউটনের সেই বিখ্যাত আপেল গাছ : জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান সবসময় আলোচনায় থাকেন নানা বিষয় নিয়ে। ইদানীং দেশের বাইরে নানা রকম শো করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তার সঙ্গে সঙ্গী হচ্ছেন শোবিজের অনেক তারকারা। এবার তিনি ইতিহাস বিখ্যাত এক জায়গায় দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে।

জায়েদ খান

লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে জায়েদ খান লিখেছেন, ‘পিছনের গাছটি নিউটনের সেই বিখ্যাত আপেল গাছ।’

এর আগে জায়েদ খান নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের সঙ্গে গত ২২ মে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান। এক মঞ্চে দেখা যায় দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতিয়েছেন কিংবদন্তি শিল্পী। দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করেছিলেন জায়েদ খান।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেয়া প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও আমার প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’

শুধু লন্ডন নয়, এরপর আগামী কয়েক মাস তিনি দেশের বাইরে আরও কয়েকটি শোতে অংশ নেবেন―এমনটাই জানিয়েছিলেন জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘অনেক আগেই লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি। অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি আমি। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের।’

জায়েদ খান ২০০৬ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।

সীমানার শুরুটা কেমন ছিল, জানালেন সালাউদ্দিন লাভলু

নিউটনের আপেল গাছ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটি কি সত্যিই স্যার আইজ্যাক নিউটনের সেই আপেল গাছ?

১৬৬৬ সালের ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে সে বেঁচে রয়েছে আজও। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল স্যার আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি।

বিরল এই প্রজাতির গাছের নাম ‘ফ্লাওয়ার অব কেন্ট’। এই গাছ থেকেই ইংল্যান্ডের অন্যত্র নানা সময়ে চারা রোপণ করা হয়েছে নিউটনের স্মৃতিতে।