পকেটে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা, পুলিশ কর্মকর্তার বিচার শুরু

জুমবাংলা ডেস্ক : পথচারীকে পকেটে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার মামলায় পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন- মাহবুবুলের তথ্যদাতা মো. রুবেল ও মো. সোহেল রানা।

জানা যায়, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা করা হয়।

পরে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান তন্ময়। গত বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।