কুষ্টিয়া-৪: ট্রাকের ধাক্কায় ডুবলো নৌকা

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রউফ ৯৮,০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে।

এ আসনে গতবারের এমপি ছিলেন সেলিম আলতাফ জর্জ। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার। আর বিজয়ী আব্দুর রউফ এই আসন থেকে দশম সংসদে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।