জুমবাংলা ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে এবার এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে পারবেন। ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সব কেন্দ্রসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার চিঠিটি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ড বলছে, পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরটি নন-প্রোগ্রামেবল হতে হবে।
এ বিষয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে কেন্দ্রসচিবদের বলেছে ঢাকা বোর্ড।
এদিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, কেন্দ্রসচিব ছাড়া কেউ এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না এমন ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের স্মার্টফোন বা ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।