আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার পাস হয়েছে ‘গাজা প্রস্তাব’। এ প্রস্তাবের মাধ্যমে মূলত গাজায় অধিকহারে ত্রাণ সহায়তা সরবরাহ করার বিষয়টি বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ এটির পক্ষে ভোট দিয়েছে। ভোট প্রদান থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। খবর আল-জাজিরা।
এই প্রস্তাবের যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও পাসকৃত এ প্রস্তাব নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে।
এর আগে প্রস্তাবটি এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে তুলেছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা’ পাঠানোর বিষয়টি বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ‘গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে; সেটি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত নয়।’
‘গত পাঁচদিন ধরে, যুক্তরাষ্ট্রের প্রশাসন এই প্রস্তাবটির অস্তিত্ব (যুদ্ধবিরতি) খালি ও এমন দুর্বল আকারে প্রকাশ করতে কঠোর পরিশ্রম করেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় ইচ্ছার বিরুদ্ধে গেছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদ আমাদের অসহায় সাধারণ মানুষকে ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচাতে যে চেষ্টা চালাচ্ছে, সেটির বিরুদ্ধে গেছে।’
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।