আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যে হামলা চালানো হয়েছিল, তা ইরানের অস্ত্র ভাণ্ডার ছিল বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দফতর– পেন্টাগনের। ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, বৃহস্পতিবারের হামলাটি ইসরায়েল-গাজার সংঘাত থেকে আলাদা ঘটনা। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ব্রিফিং-এ মার্কিন প্রতিরক্ষা দফতরের এই শীর্ষ কর্মকর্তা বলেন, মার্কিন বিমান বাহিনীর দ্বারা ধ্বংস অস্ত্র ও গোলাবারুদ ইরানের বিপ্লবী বাহিনীর ব্যবহার করে আসছিল। মার্কিন কর্মকর্তাদের সুরক্ষা ও আত্মরর্ক্ষাথে এই হামলা চালায় ওয়াশিংটন।
গত ১৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর ওপর ২০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেছেন ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। যা বেশিরভাগই ছিল রকেট ও ড্রোন ছিল। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর জেরেই অভিযান চালানো হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাতকে কেন্দ্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পশ্চিমা সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া যাচ্ছে। এর পেছনে তেহরানের মদদ আছে বলে অভিযোগ বাইডেন প্রশাসনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।