আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী, ইসরাইলকে যথাসম্ভব দ্রুত ১৪ হাজার গোলা সরবরাহ করার অনুরোধ করেছে।
এসব গোলার মূল্য ১০ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) এ তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির যে পরিকল্পনা অনুমোদন করেছেন, ১৪ হাজার গোলা তার একটা অংশ।
শনিবার গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার পর, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটিকে যুদ্ধাপরাধের সহযোগি হিসেবে অভিযুক্ত করেন।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি দেশই গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য নিজেদের ভোট প্রদানে বিরত রাখে আর যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে এর বিপক্ষে ভোট দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।