স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেই শক্তিমত্তা দেখাতে শুরু করেছে পরাশক্তি যুক্তরাষ্ট। ক্রিকেট বোদ্ধারা আগে ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্যাচকে কেউ গণনায় ধরেনি।
কিন্তু যুক্তরাষ্ট্র প্রথম দুটি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে করে আজ বুধবার রাতে দুই দলের এই প্রতিদ্বন্দ্বিতাকে ‘বিগ ম্যাচ’ বলা হচ্ছে।
অগণিত রেকর্ড গড়ে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে সুপার ওভারে। এবার তাদের লক্ষ্য ভারতবধ।
কানাডার বিপক্ষে অপরাজিত ৯৪ রান করে জয়ের নায়ক অ্যারন জোন্স। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সুপার ওভারে নিতে ৩৬ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। সুপার ওভারে ৬ রানে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।
এদিকে ভারতও জিতেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। তাদের সমান চার পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থেকে গ্রুপের দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। ভারত ম্যাচকে তারা ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ হিসেবে দেখছে।
যুক্তরাষ্ট্রের নায়ক জোন্স বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে শক্ত লড়াই করতে যাচ্ছি। আমরা নির্ভীক ক্রিকেট খেলতে চাই এবং সাফল্য পেতে চাই। আমরা কঠোরভাবে অনুশীলন করেছি এবং গত কয়েকটি সপ্তাহ আমরা দল হিসেবে ভালো খেলছি। ভারত ম্যাচেও একই কাজ করতে চাই।’
একজন ভারতীয় খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হতে পারে কি না জানতে চাইলে জোন্স বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এই উইকেট বিবেচনায় হয়তো যশপ্রীত বুমরাই বড় চ্যালেঞ্জ হতে চলেছেন। দেখা যাক কী হয়, আমরা জানি না এই উইকেট কেমন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।