‘পুষ্পা’র ভিলেন ফাহাদের জীবনের অজানা কাহিনী

‘পুষ্পা’র ভিলেন ফাহাদ

বিনোদন ডেস্ক : বলিউডে নেপোটিজম নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি বহু অভিনেতা-অভিনেত্রীও এই বিষয়ে নিজেদের মুখ খুলেছেন। তবে শুধুমাত্র বলিউডেই নয়, সাউথেও কিন্তু কম নেপোটিজম হয় না। সেখানকার বহু সুপারস্টারই কিন্তু নামী পরিচালক কিংবা অভিনেতার সন্তান। এমনই এক প্রতিভাবান স্টারকিড হলেন সুপারস্টার ফাহাদ ফাসিল।
‘পুষ্পা’র ভিলেন ফাহাদ
সাউথ ইন্ডাস্ট্রির এই সুপারস্টার সেখানকার বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তাঁর পিতা ফাজিল মালয়ালাম ছবির নির্মাতা। ২০০২ সালে ‘কাইয়েথুম দুরাথ’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন ফাহাদ। বক্স অফিসে তো বটেই, সমালচকদের চোখেও চরম ফ্লপ হয়েছিল সেই ছবি। প্রবল সমালোচনার শিকার হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা। যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের পড়াশোনা শেষ করে ফের দেশে ফিরে এসে অভিনয়ে মন দেন।

ডেবিউ ছবি মুক্তির ৭ বছর পর মুক্তি পায় ফাহাদের দ্বিতীয় ছবি ‘কেরালা ক্যাফে’। সেখানে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের একেবারে ইমপ্রেস করে দেন অভিনেতা। সকলের মনে ঘুরছে তখন একটাই প্রশ্ন, কীভাবে এত সুন্দর অভিনয় করছেন ফাহাদ?

তবে সেটা তো স্রেফ শুরু ছিল। এরপর শুধুই ফাহাদের এগিয়ে যাওয়ার পালা। ২০১১ সালে মুক্তপ্রাপ্ত ‘ছাপ্পা কুরিশু’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া শুরু করেন। সেই ছবির জন্যই কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।

এরপর ‘টুয়েন্টি টু ফিমেল কোট্টায়াম’ এবং ‘ডায়মন্ড নেকলেস’ মুক্তি পাওয়ার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি ফাহাদকে। এরপর ‘ব্যাঙ্গালোর ডেজ’, ‘টেক অফ’, ‘ট্রান্স’এর মতো বহু সুপারহিট ছবিতে অভিনয় করেন ফাজিলের পুত্র। নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার জন্য জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও।

সাম্প্রতিক অতীতে ফাহাদের বেশ কয়েকটি ছবি দর্শক মহলে একেবারে সাড়া ফেলে দিয়েছে। বিশেষত লকডাউনের সময় তাঁর ‘সুপার ডিলাক্স’ ছবিটি নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। এছাড়াও গত বছর ব্লকবাস্টার ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ছবিতেও দেখা গিয়েছিল ফাহাদকে। সেখানে অল্প সময়ের উপস্থিতিতে নজর কেড়েছিলেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম’এও ফাহাদের অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করা এই সুপারস্টারকে বলিউডে কবে দেখা যাবে? দর্শকদের মনে আপাতত এই প্রশ্নটি ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে। তবে অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে কাজ করার বিশেষ ইচ্ছা তাঁর নেই। কিন্তু অদূর ভবিষ্যতে যে তাঁকে বলিউডে দেখা যাবে না, সেকথা কিন্তু বলেননি দক্ষিণী সুপারস্টার।

‘মোটা বলায়’ ক্ষেপে গিয়ে যা করলেন এই অভিনেত্রী