বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। ফোনের এই সফটওয়্যার সার্চ ইঞ্জিন গুগলের উদ্ভাবন। বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ ভার্সন চললেও শিগগিরই আসছে অ্যান্ড্রয়েড ১৫। তবে এই ভার্সনে ব্যবহারকারীদের জন্য একাধিক বড় আপডেট রাখা হচ্ছে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ডয়েট অথরিটি এর প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে ব্যবহারকারীদের জন্য নতুন কিছু আপডেট রাখা হচ্ছে। মূলত নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে। অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে আপডেট রাখার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এতে আরও বলা হয়, অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে ইউআই পরিবর্তন এবং ইউএক্স ডেভেলপ করা হবে। তবে আগের অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর সঙ্গে মিল থাকবে।
অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের পর যেসব সুবিধা পাওয়া যাবে
– প্রাইভেট স্পেস রাখা হচ্ছে নতুন আপডেটে। মূলত এটি একটি সুরক্ষিত স্থান যা ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে সহায়তা করবে এবং বাড়তি প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত রাখবে।
– থেফট ডিটেকশন লক থাকবে। এর মাধ্যমে ফোন চুরি হলে এই ফিচারটি এআই ব্যবহার করে সেটি শনাক্ত করে দ্রুত লক করে দেবে। যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
– আংশিক স্ক্রিন শেয়ারিং থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পুরো ডিভাইস স্ক্রীনের পরিবর্তে শুধুমাত্র একটি অ্যাপ উইন্ডো শেয়ার বা রেকর্ড করতে পারে। এই বৈশিষ্ট্যটি প্রথমে পিক্সেল ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ এ ছিল। কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট প্ল্যাটফর্ম জুড়ে এটি ব্যবহার করা যাবে।
– রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন থাকবে। এর মাধ্যমে গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা করবে।
– উন্নত মানের ওয়েবক্যাম মোড থাকছে আপডেট ভার্সনে। এর ফলে ওয়েব ক্যামের জন্য যখন ব্যবহারকারীরা থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতো এখন তা করতে হবে না। নতুন আপডেটে থাকবে উন্নত মানের ওয়েবক্যাম মোড।
– নোটিফিকেশন কুলডাউন করা যাবে। প্রায় সময় দেখা যায় স্মার্টফোনগুলোতে কোন নিদিষ্ট অ্যাপ থেকে একগুচ্ছ নোটিফিকেশন আসতে থাকার কারেন রিক্ত হওয়াটাই স্বাভাবিক। তবে এসব বিরক্তি থেকে রেহাই পেতে অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা কমে যাবে।
– এছাড়া এনএফসি ওয়্যারলেস চার্জিং সিস্টেম চার্জ দেয়া যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel