আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত নিজেদের নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেপ্তারের ঝুঁকি কিংবা হয়রানি এড়াতে এই নির্দেশনা দিয়েছে দেশটি। রয়টার্স এই খবর দিয়েছে।
মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা রাশিয়ায় থাকছেন বা ভ্রমণ করছেন, তাদের দ্রুত প্রস্থান জরুরি। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে রাশিয়ায় ভ্রমণ না করারও নির্দেশ দিয়েছে মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস বলছে, রাশিয়ার নিরাপত্তাবাহিনী মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গ্রেপ্তার করেছে, বেছে বেছে তাদের আটক-হয়রানি করেছে। ন্যায্য ও স্বচ্ছ আচরণে অস্বীকার করছে। গোপণ বিচারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করছে।
রাশিয়ার কর্তৃপক্ষ নির্বিচারে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ধর্মীয় কর্মীদের বিরুদ্ধে দেশীয় আইন প্রয়োগ করছে। ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ অপরাধ তদন্ত চালাচ্ছে বলেও অভিযোগ মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাসের।
ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ এবারই প্রথম দেয়নি। গেল সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য সমাবেশের ঘোষণা দিলেও এমন নির্দেশনা দেওয়া হয়।
ইউক্রেন যুদ্ধের জন্য যাকে দায়ী করলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।