টুইটারের মূল্যমান অর্ধেকে নামিয়ে দিলেন ইলন মাস্ক

টুইটারের মূল্যমান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রো ব্লগিং সাইট টুইটারের কর্মীদের কাছে শেয়ার বিক্রির একটি প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তবে তিনি যে শেয়ার দর নির্ধারণ করেছেন তাতে টুইটারের মূল্যমান দাঁড়ায় মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার।

টুইটারের মূল্যমান

শনিবার (২৫ মার্চ) টুইটার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ইলন মাস্ক এ প্রস্তাব দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক মাধ্যমটির নতুন এ মূল্যমান নিয়ে অনেকেই হতবাক হয়েছেন। কেননা, গত অক্টোবরে এ মূল্যমানের থেকে দ্বিগুণেরও বেশি দামে টুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। সে সময়ে নানা নাটকীয়তা শেষে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক মাধ্যমটি কিনে নেন এই ধনকুবের। তবে বর্তমানে টুইটারের মূল্যমান মাত্র ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করলেন কেন তিনি। অনেকেই প্রশ্ন ছুড়ছে যে তাহলে কি এবার মাস্ক টুইটারের মূল্যমান কমে আসার বিষয়টি নিজেই স্বীকার করলেন?

নতুন এ মূল্যমান টুইটারের দাম কমার দিকেই ইঙ্গিত করছে বলে জানিয়ে রয়টার্স। তবে এ বিষয়ে জানতে ই-মেইলে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা রয়টার্সকে কোনো জবাব দেয়নি।

এদিকে গত ডিসেম্বরে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জন্য বিনিয়োগ খুঁজছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির জন্য নতুন তহবিল সংগ্রহে বিনিয়োগকারীদের দ্বারে কড়া নাড়ছে মাস্কের দল। এ কথা জানিয়েছে এমনই এক বিনিয়োগকারী।

টুইটারে আরও বিনিয়োগের জন্য ইলন মাস্কের প্রতিনিধি যোগাযোগ করেছেন, এমন এক বিনিয়োগকারী হলেন গারবার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সিইও রস গারবার।

তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, টুইটার কেনার সময়ে ইলন মাস্ক ডলারপ্রতি যে অর্থ (৫৪ দশমিক ২০ ডলার) গুনেছেন, একই মূল্যে আরও শেয়ার কেনার জন্য মাস্কের এক প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছেন।