বিনোদন ডেস্ক : আবারও জুটি হয়ে পর্দা কাঁপাতে আসছেন হলিউডের প্রবীণ ও জনপ্রিয় পরিচালক মার্টিন স্কোরসেজি এবং হলিউডের আইকনিক সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। এই জুটির কালজয়ী সব চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিতে আসছে আসন্ন চলচ্চিত্র ‘দ্য ওয়েজার’।
সদ্যই মুক্তি পেয়েছে স্কোরসেজি পরিচালিত ও লিওনার্দো অভিনীত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। সিনেমাটিতে আরো রয়েছেন রবার্ট ডি নিরোর মতো অভিনেতা।
এদিকে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ মুক্তির আগেই নিজের পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছিলেন প্রখ্যাত এই পরিচালক। তাঁর আগামী চলচ্চিত্রের নাম ‘দ্য ওয়েজার’। আর এতেও প্রধান ভূমিকায় থাকছেন তাঁর সবচেয়ে প্রিয় অভিনেতা ও লিওনার্দো ডিক্যাপ্রিও। যদিও গত বছরই সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন স্কোরসেজি।
তবে এবার বিস্তারিত শেয়ার করলেন অনুরাগীদের জন্য। এটির মাধ্যমে অষ্টমবারের মতো স্কোরসেজি-লিওনার্দো জুটি একসঙ্গে কাজ করবে।
মার্টিন স্কোরসেজি নিশ্চিত করেছেন যে তাঁর পরবর্তী প্রজেক্ট হবে ‘দ্য ওয়েজার’। ১৭৪০-এর দশকের গোড়ার দিকে সেট করা একটি সত্য ঘটনা অবলম্বনে ঐতিহাসিক ড্রামা হতে যাচ্ছে এটি।
স্কোরসেজি অ্যাপল অরিজিনাল ফিল্মসের সাথে এই সিনেমাটি নির্মাণ করবেন। নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার ডেভিড গ্র্যানের অষ্টম উপন্যাস ‘দ্য ওয়েজার : এ টেল অব শিপ রেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর প্রযোজনা ও ডিস্ট্রিবিউশনেও সহযোগিতায় ছিল অ্যাপল।
স্কোরসেজি জানান, ফিল্মটি ৩০ জন পুরুষের একটি দলের গল্প নিয়ে তৈরি হবে, যারা একটি জাহাজডুবিতে বেঁচে যায় এবং একটি নির্জন দ্বীপে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। দীর্ঘ সংগ্রাম করে বাড়ি ফিরে আসার পর বিদ্রোহের অভিযোগের মুখোমুখি হতে হয় তাদের, যেখানে এই অপরাধের ফলে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।
বিশৃঙ্খলা, সংঘাত এবং সত্যের সন্ধান অন্বেষণ করবে ‘ওয়েজার।’
২০ অক্টোবর মুক্তি পেয়েছে লিওনার্দো-স্কোরসেজি জুটির নতুন চলচ্চিত্র ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এই বছর কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ছিল এটি। ২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন : দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’-এর ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমার ট্রেলারটি প্রকাশের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এটির মুক্তির জন্য।
সূত্র : কোলাইডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।