বিনোদন ডেস্ক : বেলি ডান্স করছে এক খুদে। তার নাচের মিষ্টি অঙ্গ ভঙ্গি দেখেই গলে গেল নেটপাড়া। মুহূর্তে ভাইরাল হলো দেড় বছরের ওই খুদের নাচের ভিডিও। এত অল্প বয়সেই বেলি ডান্সের ক্লাসে তাকে দেখা গেল। সেখানে সকলে দিদিমণির নাচ ফলো করে কোমর দোলাচ্ছে। তবে ব্যতিক্রম কেবল এই খুদে। সে নিজের মনের মতো করেই ঘুরে ঘুরে নেচে যাচ্ছে। আর সেটাই সকলের মন জিতে নিয়েছে।
সম্প্রতি জনপ্রিয় ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে একটি নাচের ক্লাস দেখা যাচ্ছে। সেখানে কচিকাচাদের বেলি ডান্স শেখাচ্ছেন নাচের দিদিমণি। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুটফুটে মেয়েরা। মাথায় তাদের কাঠ গোলাপ ফুল বাঁধা। তাদের সামনে দাড়িয়ে ডান্স স্টেপ দেখাচ্ছেন এক যুবতী। তাঁকে দেখে দেখেই নাচছেন পিছনের সারিতে থাকা মেয়েরা। তবে তাদের মধ্যে একজন কিন্তু সবার মধ্যে আলাদা। বয়সও তার অপেক্ষাকৃত কম।
সবার মধ্যে বেমানান দেড় বছরের সেই মেয়েটি। সে দিদিমণির দেখানো নাচের ভঙ্গিকে পাত্তাই দিচ্ছে না। একেবার মনের আনন্দে নিজের মতো করে নেচে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট পায়ে লাইন থেকে বেরিয়ে যায় সে। তারপর শিক্ষিকার পাশে গিয়েই বেলি ডান্স শুরু করেন। তার নাচ মন জিতে নিয়েছে নেটিজ়েনদের।
এই দিকে ভিডিওটি গত ২২ জুলাই ভিডিওটি পোস্ট করা ইনস্টাগ্রামে। প মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১ কোটিরও বেশি ভিউস কুড়িয়ে নিয়েছে ভিডিওটি। আর লাইক পড়েছে ১ কোটির কাছাকাছি। অনেকেই আবার কমেন্ট সেকশনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সে এখন গ্রুপটিকে নেতৃত্ব দিচ্ছে।’ অন্যজনের মন্তব্য, ‘কে কাকে শেখাচ্ছে?’ অনেকেই আবার জানিয়েছেন, তাঁদের খুব মিষ্টি লেগেছে ভিডিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।