অন্যরকম খবর ডেস্ক : পোষা কুকুর তার মনিবের জীবন বাঁচিয়েছে— এমন প্রতিবেদন প্রায়ই গণমাধ্যমে আসে। কিন্তু হাতের ঘড়িও একটি কুকুরের মতো মানুষের জীবন বাঁচাল— এটি প্রায় অসম্ভব। কেননা ঘড়ির তো কোনো প্রাণ নেই।
কিন্তু সম্প্রতি আমেরিকায় যা হলো, তা কল্পনাকেও হার মানায়। এক ব্যক্তি মারা যাওয়ার সময় তাঁর হাতের ঘড়ি তাঁকে বাঁচিয়ে তোলে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, জস ফুরম্যান নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ‘টাইপ ওয়ান’ ডায়বেটিসে আক্রান্ত। একদিন হুট করেই তাঁর দেহে চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। এত কমে যায় যে, তিনি সেন্সলেস হয়ে যান। এর পর ফ্লোরে পড়ে যান তিনি।
তখন ওই ব্যক্তির কাছে কেউ ছিলেন না। এর পর তাঁর হাতে থাকা অ্যাপলের ঘড়ি সেটি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গেই এটি জরুরি নম্বর ৯১১ এ ফোন করে এই তথ্য জানিয়ে দেয়।
এসব তথ্য যখন বলছিলেন, তখনো পুরো সুস্থ হননি ফুরম্যান। তিনি বলেন, ‘আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম, মনে নেই। জেগে শুনি আমাকে বাঁচাতে ৯১১ এ ফোন করেছিল আমারই হাতের ঘড়ি। ঘড়িতে থাকা জিপিএস সুবিধার কারণে তারা আমাকে খুঁজে পান।’
তবে নিজের অসুস্থতার কথা ভেবে আগেই অ্যাপল ওয়াচে সব ব্যবস্থা করে রেখেছিলেন ফুরম্যান। ওই ঘড়িতে জরুরি কিছু নম্বর যুক্ত করা আছে।
প্রযুক্তি মানুষের কতটা উপকারে আসতে পারে, এই ব্যক্তির মাধ্যমেই তা পরিষ্কার। এমনকি মানুষ কিছু না করলেও প্রযুক্তি তা ধরতে পেরে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।