আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেছেন, বিশ্বে যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে ইরানকে ‘নির্ভরযোগ্য সহযোগী’ হিসেবে দেখে রাশিয়া।
বৃহস্পতিবার রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি ফর দ্য হিউমেনিটিসে আয়োজিত ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী।
ইরানকে নিয়ে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া এবং ইরান তাদের অবস্থানে দৃঢ়। তারা কড়াকড়িভাবে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে আদেশ এবং ব্ল্যাকমেইলের বিরোধীতা করে। স্বাধীন দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ, অর্থনৈতিক চাপ এবং অনন্য কার্যক্রম যেগুলো জাতিসংঘের মূল নীতির বিরুদ্ধে যায় সেগুলোর বিরোধীতা করে।
তিনি আরও বলেন, আমরা ইরানকে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে দেখি। তাদের চিন্তা-ভাবনা আমাদের মতোই।
এদিকে আগামী মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে দেখা করবেন।
পুতিন এমন সময় ইরান যাচ্ছেন যখন শোনা যাচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করতে রাশিয়াকে কয়েকশ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার।
সূত্র: টাস নিউজ (রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।