সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের ভেতরে সাউন্ড বক্স বাজিয়ে ও লাইটিং করে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান চলছে। এতে ভোগান্তীতে পেড়েছে রোগী ও স্বজনরা।
বুধবার সন্ধ্যায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হাসপাতালটির পরিদর্শক ফরিদা ইয়াসমিনের ছেলে ফয়সালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। হাসপাতাল চত্ত্বরেই রয়েছে সাউন্ড বক্স। আলোকস্বজ্জা দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো হাসপাতাল চত্ত্বর ও ভবন। আত্মীয়-স্বজনরা বিয়েবাড়ির মত হাসপাতাল চত্ত্বরেই আনাগোনা করছেন।
জানা গেছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মানিকগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শক ফরিদা ইয়াসমিনের ছেলে ফয়সালের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাসপাতালটিতে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিন অনুমতি নিয়েই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে বলে জানায় বর ফয়সাল ও তার স্বজনরা।
বর ফয়সালের মামা হারুন জানান, হাসপাতালের ডিডি ও এডিকে জানিয়ে হাসপাতাল চত্ত্বরে এই বিয়ের আয়োজন করা হয়েছে। আজ বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান চলবে। আগামীকাল বৃহস্পতিবার বরযাত্রী যাবে। বৃহস্পতিবার হাসপাতালে কোন আয়োজন নেই। তবে শুক্রবার এখানেই বৌভাতের অনুষ্ঠান হবে।
হাসপাতালের ভিতরে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক প্রদীপ সাহা। পরে সাউন্ড বক্স বন্ধ করে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে চলে যান তিনি।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও অনুষ্ঠান আয়োজনকারীদের সাধারণ কমনসেন্স নেই। কমনসেন্স থাকলে তারা উপরে রোগী রেখে নীচে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান করতো না। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিৎ।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক জাকিয়া আখতার বলেন, হাসপাতালে বর্তমানে কোন রোগী ভর্তি নেই। গত পরশু একটা অপারেশ হয়েছিল। আবার রবিবার দুইটা অপারেশন হবে। তিনি হাসপাতালের স্টাফ। তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকেন এবং সেখানেই বিয়ের আয়োজন করেছে। এটা নিয়ে তো আপনাদের আরো এপ্রিশিয়েট করা উচিৎ। আমি তাদেরকে বলে দিয়ে উচ্চস্বরে যাতে গান বাজানো না হয়। ইতোমধ্যে তারা সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।