জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পায়ে আঘাত পান তিনি।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সন খালেদাকে বিদায় দেওয়ার সময় গুলশান এভিনিউ রোডে হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে চেয়ারপার্সনের গাড়ির পেছনের চাকা চলে যায়। এতে মারাত্মক আঘাত পান বিএনপির এই নেতা। পরে তাকে রাজধানীর একটা হাসপাতালে নেওয়া হয়। সোহেলকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২ টির দিকে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে পৌঁনে ১১টার দিকে বিমানবন্দর পৌঁছান গাড়িবহর বিমানবন্দরে প্রবেশ করে। প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য সড়কের দুপাশে ভিড় করে দলের হাজারো নেতাকর্মী। সূত্র : দেশ রূপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।