আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারকে যাকে তাকে কামড়ানোর দায়ে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানায়।
হোয়াইট হাউসে থাকাকালীন বেশ কয়েকজনকে কামড় দিয়েছিল বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কুকুরটি। এর জের ধরে হোয়াইট হাউস থেকে সরিয়ে নেওয়া হলো কমান্ডারকে। এখন কমান্ডারের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র।
জার্মানির পুনর্মিলনকে ‘দখল’ বলছে রাশিয়াজার্মানির পুনর্মিলনকে ‘দখল’ বলছে রাশিয়া
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে কমান্ডারকে হোয়াইট হাউসে আনা হয়েছিল। হোয়াইট হাউসে আসার পর একাধিক ব্যক্তিকে কামড়ে দেয় কুকুরটি। হোয়াইট হাউসে আসার পর কমান্ডারের কামড় দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই কুকুরটিকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা এল।
সর্বশেষ গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুকুরটির কামড়ের শিকার হন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা। সিক্রেট সার্ভিস স্বীকার করেছে, এখন পর্যন্ত সংস্থার ১১ জন এজেন্টকে কামড় দিয়েছে কমান্ডার। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, এই সংখ্যা আরও বেশি হবে। তা ছাড়া কুকুরটি হোয়াইট হাউসের অন্য কর্মীদেরও কামড় দিয়েছে।
স্পেনের একটি শহর যেভাবে উদাহরণ হয়ে উঠলস্পেনের একটি শহর যেভাবে উদাহরণ হয়ে উঠল
কমান্ডারের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ অ্যালেক্সান্ডার। বিবৃতিতে বলা হয়, যারা হোয়াইট হাউসে কাজ করেন, যারা প্রতিদিন সুরক্ষা দেন, তাদের নিরাপত্তার ব্যাপারে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অত্যন্ত যত্নশীল। সিক্রেট সার্ভিসসহ সংশ্লিষ্ট সবার ধৈর্য, সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। তারা সমাধানের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার বর্তমানে হোয়াইট হাউসে নেই। কুকুরটির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করা হচ্ছে।
তবে, কমান্ডারের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া তার ব্যাপারে নেওয়া সর্বশেষ পদক্ষেপটি স্থায়ী কি না, তাও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।