বিনোদন ডেস্ক : সোমবার (২২ জানুয়ারি) ভারতের অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দেশটির বড় বড় সব বলিউড ও দক্ষিণী তারকাদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পাননি তিন বলি সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান।
এছাড়াও প্রভাবশালী তারকা ঐশ্বরিয়া রাই, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, রনবীর সিং, সঞ্জয় দত্ত, নির্মাতা করণ জোহরের নামও অতিথিদের তালিকায় পাওয়া যায়নি।
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ জন রাষ্ট্রীয় অতিথির তালিকায় অভিনেতা, পরিচালক ও সংগীতশিল্পীরা রয়েছেন।
এ তালিকায় আছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রনবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, অজয় দেবগন, হেমা মালিনী, সানি দেওল, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি।
এছাড়া দক্ষিণী তারকা রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবি, ধানুশও আমন্ত্রণ পেয়েছেন। তালিকায় রয়েছে নির্মাতা সুভাষ ঘাই, সঞ্জয় লীলা বনশালী, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, কৈলাশ খের, সনু নিগমের নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।