আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোন যুগের আগে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ছিল চিঠিপত্র। অনেকের আবেগ জড়িত এর সঙ্গে। প্রায় ক্ষেত্রে সেগুলো লুকিয়ে রাখা হতো। কেউ কেউ স্মৃতি হিসেবে সংরক্ষণও করতেন, যা মাঝেমধ্যে প্রকাশিত হয়।
সেগুলো এখনো অনেককে আবেগতাড়িত করে। উঠে আসে সংবাদের শিরোনাম হয়ে। ৬৪ বছর আগের এমনই একটি প্রেমপত্র খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের ডেভন শহরের ভাল নামে এক বিধবা। ঘরের ওয়ালপেপারের নিচে এটির সন্ধান পান তিনি। এতে ভালের সেসময়কার প্রেমিক তাকে ‘রোজ’ নামে সম্বোধন করেছিলেন। সঙ্গে দিয়েছিলেন হৃদয়ের প্রতীক।
১৯৬০ সালে ভালকে চিঠিটি লিখেছিলেন তার প্রেমিক কেন পেরোট। অনেক চড়াই-উতরাই পেরিয়ে পরের বছর মার্চে তাদের বিয়ে হয়। ১৯৯৬ সালে কেনের মৃত্যু হলেও এখনো তার স্মৃতি লালন করে বেঁচে আছেন ভাল।
‘আমার আর কাজলের ডিভোর্স করা উচিত’, কোন সমস্যার কথা শাহরুখকে জানান অজয়
ভালকে কেনের লেখা ওই প্রেমপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। কেউ দুঃখ প্রকাশ করেছেন আর কেউবা মন্তব্যে তাদের জন্য শুভাশিষ জানিয়েছেন। সূত্র : নিউজএইটিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।