আন্তর্জাতিক ডেস্ক : তরকারিতে দুটি টমেটো দিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের শাহদল শহরের সন্দ্বীপ বর্মণ। এতে অভিমান করে বাড়ি ছেড়েছেন তার স্ত্রী। কারণ ভারতে টমেটোর দাম এখন আকাশছোঁয়া।
সম্প্রতি এমন কাণ্ড অবাক করেছে সবাইকে। সন্দ্বীপ বলেন, টমেটো খরচের আগে স্বামী কেন তাকে জিজ্ঞাসা করলেন না-এ নিয়ে তার স্ত্রী শুরু করেন বিতণ্ডা। খবর এনডিটিভির।
একপর্যায়ে মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান ঘর ছেড়ে। তিনদিনেও স্ত্রী ও মেয়ের খোঁজ পাননি।
পুলিশের দ্বারস্থ হলে স্ত্রী ও মেয়ের সন্ধান মিলেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় তার বোনের বাসায়। শিগগিরই ওই নারী ঘরে ফিরবেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।