নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ইতিহাসের সেরা পারফরম্যান্স: রশিদ খান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে এটি আফগানদের প্রথম কোনো জয়। আগের ম্যাচের প্রতিপক্ষ দুর্বল উগান্ডা হলেও আজ আফগানদের লড়তে হয়েছে পূর্ণশক্তির নিউজিল্যান্ড দলের বিপক্ষে। আর তাই তো ম্যাচ শেষে দলটির অধিনায়ক রশিদ খান এই জয়কে নিজেদের ‘সেরা পারফরম্যান্স’ আখ্যা দিয়েছেন।

শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয় আফগানিস্তান ও নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দুরন্ত ব্যাটিং করেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। দলীয় ১০৩ রানের মাথায় ৪১ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন জাদরান। তিনে নেমে ১৩ বলে ১ চার এবং ২ ছক্কায় ২২ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান। ৫টি করে চার এবং ছক্কায় ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ।

রান তাড়ায় ফজলহক ফারুকি এবং রশিদ খানের বোলিং তোপে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। উইকেট মোটেই সহজ ছিল না। ইব্রাহিম এবং গুরবাজ দারুণভাবে শুরু করেছিল। ৭–১০ ওভারের মধ্যে তারা নিজেদের উইকেট ছুড়ে আসেনি। আফগানিস্তানের জন্য দারুণ একটি জয়। এই দলের নেতৃত্ব দেওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটা সম্মানের ব্যাপার।’

তিনি বলেন, ‘আমাদের যে বোলিং ইউনিট আছে, যদি আমরা তার সঠিক ব্যবহার করতে পারি, তবে প্রতিপক্ষের জন্য ১৬০ রান করা কঠিন হবে। এটা এমন কিছু, যা আমাদের সবাইকে শক্তি দিয়েছে। এটা শুরু হয়েছে ব্যাটিং দিয়ে। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছি, হারা কিংবা জেতা কোনো ব্যাপার না। আমরা এভাবেই প্রস্তুতি নিয়েছি।’

ফল যাই আসুক, তা নিয়ে ভাবতে নারাজ রশিদ। তার মতে, পরিস্থিতি আর কন্ডিশন যাই হোক না কেন, তারা প্রাণশক্তি দিয়েই লড়ে যাবে। জয়ের জন্য নিজেদের উজাড় করে দিতে চায় আফগানিস্তান।

রশিদ আরও বলেন, ‘ফল নিয়ে আমি ভাবি না। ব্যাপার হলো আমরা কতটা চেষ্টা করেছি, সেটা। আমি উইকেট নিয়েও ভাবি না, দলের মধ্যে যে প্রাণশক্তি আছে, সেটাই আমাকে আনন্দিত করে।’

উগান্ডার বিপক্ষে ৬ উইকেট নেওয়ার আজ কিউইদের বিপক্ষে ফজলহক ফারুকি নিয়েছেন ৪ উইকেট। সবচেয়ে বড় কথা, কিউইদের টপ অর্ডারের প্রথম টানা তিন উইকেটই নিয়েছেন ফারুকি। নতুন বলে ফারুকির বলে চ্যালেঞ্জ নিতে পারেনি নিউজিল্যান্ডের কেউ।

রশিদের মতে, ‘সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়ে উঠবে ফারুকি। ফারুকি যেভাবে বল করেছে, তা অসাধারণ। সে দারুণ দক্ষতাসম্পন্ন বোলার। কিছু জায়গায় উন্নতির ব্যাপার আছে কিন্তু একবার যদি বুঝতে পারে যে সে কতটা দক্ষতাসম্পন্ন তবে ফারুকি আরও বিপজ্জনক হয়ে উঠবে।’