কঙ্গনাকে চড়ের ঘটনায় মুখ খুললেন সেই নারী কনস্টেবলের মা

কঙ্গনা

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় উত্তাল নেটদুনিয়া। ইতোমধ্যেই সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্তের মা বীর কৌর।

কঙ্গনা

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে।’

জানা গেছে, সিআইএসএফ কনস্টেবলের মা বীর কৌর নিজেও পাঞ্জাবের কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনায় গোটা বলিউড নিরব থাকলেও বিষয়টি নিয়ে সরব সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। তিনি কুলবিন্দরের সমর্থনে লেখেন, ‘আমি কখনোই হিংসা সমর্থন করি না। সিআইএসএফ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তবে আমি ওর চাকরি নিশ্চিত করব। যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’

তিনি আরও লেখেন, ‘যদি মিস কৌরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তবে কেউ ওর সঙ্গে আমার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবেন প্লিজ। আমি নিশ্চিত করব যে তিনি ভালো জায়গাতেই কাজ পাবেন।’

‘তারা নারীদের শরীর টার্গেট করে ছবি তোলে’

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কট্টর সমর্থক বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা। রাজনীতিতে ডেবিউয়ের আগে বিভিন্ন সময় নানা ইস্যুতে দলটিকে সমর্থন করেছেন তিনি। সেসব বিষয়ে শিরোনামেও একাধিকবার জায়গা করে নিয়েছেন। তবে এবার নির্বাচনে জয়লাভ করে আলোচনায় উঠে এলেন কঙ্গনা।

সূত্র: পিটিআই