বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। কাজের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন। ২৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন ৫৩ বছরের অজিত।
এরই মধ্যে অজিত কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তার প্রাক্তন প্রেমিকা-অভিনেত্রী হীরা রাজগোপাল। অজিতকে ‘মাদকাসক্ত’ বলেও মন্তব্য করেন। হীরা তার ব্যক্তিগত ব্লগে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন।
যদিও এ লেখায় অজিতের নাম উল্লেখ করেননি, তবে ‘অভিনেতা’ বলে সম্বোধন করেছেন হীরা। তারপর দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি কেউ-ই। কারণ অজিত-হীরার প্রেমের গল্প সবারই জানা। ফলে এ অভিনেত্রীর ব্লগ পোস্টটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
হীরা রাজগোপাল অভিযোগ করেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এবং তাকে ছেড়ে চলে যায়। এরপর এক ব্যক্তি একটি স্টুডিওতে তার সঙ্গে মুখোমুখি বসার ব্যবস্থা করে দেন। সেই স্মৃতি মনে পড়লে এখনো হীরা হতবাক হন। কারণ ব্যাখ্যা করে হীরা বলেন, “সেদিন অসহায়ের মতো কেঁদেছিলাম। অভিনেতার কাছ থেকে একটি সৎ উত্তর আশা করেছিলাম।”
অজিত নানাভাবে হেনস্তা করেছিলেন হীরাকে। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “তখন তরুণ বয়স। আমাকে প্রতারক, মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করা হয়, অপপ্রচার চালানো এবং একজন অভিনেতার হাতে জনসম্মুক্ষে অপমানিত হই, যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলাম। এটা সবারই জানা।”
“অভিনেতা সেদিন অত্যন্ত শান্ত ছিলেন, খুব বেশি কিছু বলেননি। তিনি বলেছিলেন, ‘আমি এমন একজন নারীকে বিয়ে করতে যাচ্ছি যে, দেখতে একজন চাকরানীর মতো; তার দিকে কেউ তাকায় না। আমি যে কারো সঙ্গে যৌন সম্পর্ক করতে পারি এবং এটা চাই।” বলেন হীরা।
এর আগে এক সাক্ষাৎকারে হীরার সঙ্গে সম্পর্কে থাকার কথা স্বীকার অজিত বলেছিলেন, “আমি সত্যি তাকে পছন্দ করতাম। আমরা লিভ-টুগেদার করেছি। কিন্তু সবকিছুই বদলে গেছে। সে আর আগের মতো নেই। আসলে সে একজন মাদকাসক্ত।”
১৯৯৯ সালে মুক্তি পায় অজিত অভিনীত ‘অমরকালাম’ সিনেমা। এর শুটিং করতে গিয়ে অভিনেত্রী শালিনির রূপে চোখ আটকে যায় তার। পরে এ অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেন অজিত। ২০০০ সালের ২৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। কয়েক দিন আগে বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন এই জুটি।

আশির দশকের মাঝামাঝি সময়ে রুপালি জগতে পা রাখেন হীরা রাজগোপাল। যদিও অভিনয় ক্যারিয়ারে অজিতের চেয়ে জ্যেষ্ঠ হীরা। তামিল, তেলেগু, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। অজিতের বিয়ের দুই বছর পর পুস্কর মাধবকে বিয়ে করেন হীরা। যদিও এ সংসার টেকেনি। ২০০৬ সালে বিবাহবিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।