পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল, আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কাদের বলেন, বিশ্বব্যংক ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছেন। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যাননি, দেশের অর্জনের জন্য গেছেন। সন্ত্রাস নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি করতে মুক্তিযুদ্ধের চেতনার সুবাতাস সৃষ্টি করতে হবে। সন্ত্রাস, সহিংসতার রাজনীতিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে। পরে অপরাজনীতি করে দেশকে আর খাটো না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আপিলেও সুখবর পেলেন না জাহাঙ্গীর আলম