গর্ভবতী মায়েদের জন্য ২১ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

জুমবাংলা ডেস্ক : গর্ভবতী মায়েদের জন্য ২১ কোটি ডলার ঋণ বা ৩ হাজার ২১০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার এই ঋণটি অনুমোদন দিয়েছে সংস্থাটির বোর্ড। ‘বাংলাদেশ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিট ফর আর্লি ইয়ারস’ প্রকল্পের আওতায় এ টাকা খরচ করা হবে। এতে প্রায় ১০ লাখ ৭০ হাজার গর্ভবতী মহিলা সরাসরি উপকৃত হবে।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারের ৪ বছরের কম বয়সি শিশুদের মায়েরা সুবিধার আওতায় আসবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অধীনে বাংলাদেশে জন্মগ্রহণকারী একটি শিশু কেবলমাত্র ৪৬ শতাংশ উৎপাদনশীল হতে পারে। কিন্তু এটি পরিবর্তন করা যেতে পারে। প্রসবের আগে এবং জন্মের পর জীবনের প্রথম এক হাজার দিন পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা হলে এবং শৈশবকাল জুড়ে সঠিক যত্ন নেওয়া গেলে শিশুর মস্তিকের বিকাশ ঘটবে। সেই সঙ্গে সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে। এটি তাদের আরও উৎপাদনশীল হতে এবং তারা বড় হওয়ার পরে আরও উপার্জন করতে সক্ষম করে সহায়ক হবে। প্রকল্পটি দরিদ্র মায়েদের ও তাদের সন্তানদের জন্য সময়মত এবং উপযুক্ত যত্ন সম্পর্কে অবহিত করতে এবং তাদের শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতির জন্য শিক্ষার ওপর কাজ করবে।