স্পোর্টস ডেস্ক : ২০০৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। মুখোমুখি ফ্রান্স ও ইতালি। ম্যাচের মাঝে মেজাজ হারালেন ফ্রান্সের তারকা ফুটবলার জিনেদিন জিদান। ঢুস মেরে বসলেন ইতালির মাতেরাজ্জিকে। জিদান দেখলেন লাল কার্ড। বিশ্বকাপ জিতল ইতালি। সেই বিশ্বকাপ আর জিদানের ঢুস ফুটবল দুনিয়ায় বেশ আলোচিত।
সেই ঘটনার প্রায় ১৬ বছর হয়ে গেলেও জিদানের ঢুসের কথা মনে রেখেছে সবাই। আসন্ন কাতার বিশ্বকাপে তো দেখাই যাবে জিদানের সেই ঢুস। সেটি অবশ্য শিল্পীর ভাস্কর্যে।
২০১৩ সালে জিদানের এই ঢুস নিয়ে ভাস্কর্য নির্মাণ করেছিল কাতার। তুমুল বিতর্কের কারণে সেটি সরিয়ে ফেলা হয়। তবে কাতার জাদুঘরের চেয়ারপারসন আল-মায়াসা আল-সানি জিদানের ভাস্কর্য পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘সমাজে পরিবর্তন আসে। মানুষ শুরুতে অনেক কিছুরই সমালোচনা করে, কিছু সময় পরে সেটা বুঝতে পেরে তার সাথে মানিয়ে নেয়। জিদান কাতারের একজন অসাধারণ বন্ধু। আরব বিশ্বের জন্য জিদান একজন রোলমডেল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।