২৬ বছরের সুন্দরীর মৃত্যুতে উত্তাল বিশ্ব, শেষ রক্ষা হল না

বিউটি কুইন আরিয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিউটি কুইন আরিয়ানা ভিয়েরা আর লড়তে পারলেন না। গাড়ি দুর্ঘটনার পরে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন তিনি (২৬)। ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির।

বিউটি কুইন আরিয়ানা

বলা হয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার ১০ দিন পরে মিস ভিয়েরার মা ভেনেজুয়েলার এক টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, তার মেয়ে খুবই ক্লান্তিতে ভুগছিলেন এবং নোনা লেকের কাছে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন।

তবে এও জানা গিয়েছে, মডেল কাম ভেনেজুয়েলার বিউটি কুইন মিস ভেনেজুয়েলা আরিয়ানা ভিয়েরা আস্তে আস্তে সেরেই উঠছিলেন, তবে শেষ রক্ষা হল না। তার হার্ট অ্যাটাক হল। তাতেই মৃত্যু হল। দীর্ঘদিনের মডেল, সম্প্রতি তিনি মিস ভেনেজুয়েলা আখ্যা পেয়েছেন।

এবার সীমা হায়দারকে নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

আগামী অক্টোবরে তার মিস লাতিন আমেরিকা কনটেস্টে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হল না। মিস ভিয়েরার মৃত্যু নিয়ে উত্তাল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে মাত্র দুইমাস আগে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার একটি ভিডিও বানোনো!