বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আর এক দিন পর বিরল এক ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। আগামী পরশু ভরদুপুরে পৃথিবীর একটা অঞ্চল ডুবে যাবে ঘোর অন্ধকারে। তিন মিনিট থাকবে রাতের অন্ধকার। সূর্যগ্রহণ প্রতি বছরেই হয় তবে এ বছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগের চেয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান হবে।
৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এ সূর্যগ্রহণ হবে। ফলে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না। এ সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে। সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা। বাংলাদেশিরা চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবেন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এ সূর্যগ্রহণ হতে চলেছে বিরল। কারণ, ৫০ বছর পর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ রকম দৃশ্য আবার দেখার আরও অনেক বছর অপেক্ষা করতে হবে। নাসার হিসাবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। টেক্সাসে সবচেয়ে দীর্ঘ সময় দেখা যাবে এ গ্রহণ, সেখানে ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। সেই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। ফলে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।