যেদিন ভরদুপুরে অন্ধকার হয়ে যাবে পৃথিবী

sun

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আর এক দিন পর বিরল এক ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। আগামী পরশু ভরদুপুরে পৃথিবীর একটা অঞ্চল ডুবে যাবে ঘোর অন্ধকারে। তিন মিনিট থাকবে রাতের অন্ধকার। সূর্যগ্রহণ প্রতি বছরেই হয় তবে এ বছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগের চেয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান হবে।

sun

৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এ সূর্যগ্রহণ হবে। ফলে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না। এ সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে। সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা। বাংলাদেশিরা চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবেন।

বিটিএসের জন্য ঘর ছাড়ল ফতুল্লার কিশোরী

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এ সূর্যগ্রহণ হতে চলেছে বিরল। কারণ, ৫০ বছর পর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ রকম দৃশ্য আবার দেখার আরও অনেক বছর অপেক্ষা করতে হবে। নাসার হিসাবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। টেক্সাসে সবচেয়ে দীর্ঘ সময় দেখা যাবে এ গ্রহণ, সেখানে ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। সেই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। ফলে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার।