আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ক্লিনিক চালু করেছে দেশটি, যেখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’।
এই অভিনব ক্লিনিকটি চালু হয়েছে আলমুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিন-ই’র কারিগরি সহায়তায়। এটি আপাতত পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য চালু রাখা হবে। রোগীরা নির্ধারিত সময়ে এসে চিকিৎসা নিতে পারবেন—লাইন বা দীর্ঘ অপেক্ষার ঝামেলা ছাড়াই।
ক্লিনিকে রোগী উপস্থিত হওয়ার পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে রোগ নির্ণয় করবে এবং একটি প্রাথমিক প্রেসক্রিপশন তৈরি করবে। এই প্রেসক্রিপশন পরে একজন অভিজ্ঞ মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন। যদিও চিকিৎসার মূল প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে এআই, প্রতিটি ধাপে থাকছে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান।
এই সেবা শুধুমাত্র বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য। জরুরি চিকিৎসা বিভাগে এখনো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক ও জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনও মানুষের ভূমিকা অপরিহার্য।
ভাষাগত বাধা দূর করতে ডক্টর হুয়াকে বহু ভাষায় দক্ষ করে তোলা হয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের রোগীদের জন্য এই সেবাকে আরও সহজলভ্য করে তুলেছে। এই উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে, তবে চিকিৎসাক্ষেত্রে এআই ব্যবহারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।