আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের আকাশে সবচেয়ে বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের নাম— এয়ারবাস A380। ডাবল ডেক ডিজাইন, আধুনিক প্রযুক্তি আর আরামদায়ক অভ্যন্তরীণ বিন্যাসের কারণে এটি দীর্ঘদিন ধরেই বিমানপ্রেমীদের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু।
১৯৮০’র দশকের শেষভাগে এয়ারবাসের প্রকৌশলীরা চিন্তা করতে থাকেন কীভাবে এমন একটি বিশাল যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করা যায়, যা বোয়িং 747-কে টেক্কা দিতে পারে। সে সময় দূরপাল্লার বাণিজ্যিক উড়ান বাজারে একচেটিয়া আধিপত্য ছিল বোয়িংয়ের। সেই পরিস্থিতিতে এয়ারবাসের লক্ষ্য ছিল— এমন একটি বিমান তৈরি করা, যা বেশি যাত্রী বহন করতে পারবে, আবার প্রতি আসনের জন্য জ্বালানি খরচও হবে তুলনামূলকভাবে কম। এই ভাবনা থেকেই জন্ম নেয় A380 প্রকল্প, যার প্রাথমিক নাম ছিল “A3X”।
A380 একটি সম্পূর্ণ ডাবল ডেক উড়োজাহাজ— অর্থাৎ এটি দুই তলার। তিন শ্রেণীর আসন বিন্যাসে এটি গড়ে ৫২৫ জন যাত্রী বহন করতে পারে, আর সর্বোচ্চ ধারণক্ষমতা ৮৫৩ জন। বিশাল আকারের এই বিমানটির দৈর্ঘ্য ২৩৮ ফুট, যা একে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজের মর্যাদা দিয়েছে।
এটিকে আকাশে ভাসিয়ে রাখে চারটি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন— রোলস রয়েস ট্রেন্ট 900 অথবা ইঞ্জিন অ্যালায়েন্স জিপি7200। একটানা প্রায় ১৪,৮০০ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রয়েছে এই বিমানের।
যাত্রীসেবার মানে অতুলনীয় হওয়ার পেছনে রয়েছে উন্নত এরোডাইনামিক ডিজাইন, আধুনিক কেবিন প্রেসার প্রযুক্তি, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রশস্ত জানালা ও আসনের মাঝখানের পর্যাপ্ত জায়গা। সব মিলিয়ে এটি যাত্রীদের কাছে একটি আরামদায়ক ‘উড়ন্ত লিভিং রুম’ হয়ে ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।