জিরাফের কথা শুনলেই আমাদের চোখে ভাসে লম্বা গলাবিশিষ্ট গায়ে ডোরাকাটা কিংবা বিভিন্ন ধরনের ছোপছোপ দাগের প্রাণী। কিন্তু সম্প্রতি দাগবিহীন এক রঙের একটি জিরাফ জন্ম নেওয়ার খবর পাওয়া গেছে। মনে করা হচ্ছে বিশ্বে এটিই একমাত্র জিরাফ, যার গায়ে দাগ কাটা নেই। বন্যপ্রাণী জগতের অন্যতম এ বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ব্রাইটস চিড়িয়াখানায়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, গত ৩১ জুলাই ব্রাইটস চিড়িয়াখানায় জন্ম নেয় জিরাফ শাবকটি। এটির গায়ের রঙ কেবল বাদামি। এই জিরাফের গায়ে কোনো দাগের প্যাটার্ন দেখা যায়নি। ব্রাইটস জু কর্তৃপক্ষ জানিয়েছে, জিরাফটি ইতোমধ্যেই ৬ ফুট লম্বা। মা জিরাফ ও চিড়িয়াখানার কর্মীরা যত্ন নিচ্ছেন শাবকের।
ডোরাকাটা দাগ জিরাফের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। পরিবেশের সঙ্গে মানাতে এমন দাগ জিরাফকে সাহায্য করে। ডোরাকাটা দাগের নিচের ত্বকে রক্তনালীর একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে জিরাফ প্রতিটি দাগের কেন্দ্রস্থল দিয়ে তাপ নির্গত করতে পারে। ফলে এর সহায়তায় জিরাফের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। গবেষকেরা মনে করেন, জিরাফ জিনগত সূত্রে মায়ের কাছ থেকে এই প্যাটার্ন পেয়ে থাকে।
ব্রাইটস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এই বিরল শাবকের জন্মের মাধ্যমে জিরাফেরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়গুলো উঠে আসবে।
এদিকে বিরল এ জিরাফ শাবকের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ নাম বাছাইয়ের আহ্বান করেছে। এরই মধ্যে নামের শর্টলিস্টও করে দেওয়া হয়েছে। নামগুলো হলো— কিপেকি, যার অর্থ অনন্য, ফিরায়ালি বা অসাধারণ, শাকিরি, যার অর্থ সবচেয়ে সুন্দর এবং জামেলা, যার মানে অনিন্দ সুন্দর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।