আন্তর্জাতিক ডেস্ক : জাহাজ ধংসে নতুন এক মানবহীন জলযান আবিষ্কার করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এর নাম দেওয়া হয়েছে ‘তুফান-১’। দাবি করা হচ্ছে, ঘণ্টায় ৩৫ নিটক্যাল মাইল গতি সম্পন্ন জলযানটি বড় ধনের একটি জাহাজ নিমিষেই ধংস করতে সক্ষম। মূলত গাজায় গণহত্যায় ইসরাইলি ও তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর আক্রমণ চালাতেই এর আবিষ্কার।
রবিবার ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো ‘তুফান-১’ নামে মানবহীন আন্ডারওয়াটার ভেহিকেল এর ভিডিও চিত্র প্রকাশ করেছে।
সেনাবাহিনীটির মতে, তুফান-১ এর ওজন দেড়শ কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল। জলযানটির বৈশিষ্টগুলোর মধ্যে রয়েছে- কৌশল, স্টিলথের উচ্চ গতি।
এটির ইয়ামেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (আইআরএনএ) প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটের মতো দেখতে ‘তুফান-১’ জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধংস হয়ে গেছে।
এর আগে গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যেগুলো লোহিত সাগর, ভারত মহাসাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে দখল করা অঞ্চলের দিকে যাচ্ছিলো।
ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইসরাইলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রতি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।