আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে, সংসার মানেই প্রচুর টাকা খরচ। কিন্তু এমন কি শুনেছেন? এরজন্য টাকা খরচ নয়, বরং লক্ষাধিক টাকা পুরস্কার পাবেন আপনি।
মুম্বাইয়ের যুবক মিথিলেশের জীবনে এমনই ঘটেছে। ২০২১ সালের মার্চে রাশিয়ায় গিয়েছিলেন মিথিলেশ। প্রিয়াংশু নামে এক ব্যক্তি তাকে সেসময় বেলারুশ যাওয়ার পরামর্শ দেন।
সেই পরামর্শ শুনে বেলারুশে যান মিথিলেশ। সেখানে গিয়ে জীবনে মোড় পুরোই বদলে যায় তার। একদিন বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মিথিলেশ। সেখানেই দেখা লিসার সঙ্গে।
দুটি মনের মিলে যে ভাষাগত পার্থক্য যে কোনো সমস্যাই নয়, তাই আবার প্রমাণ হলো মিথিলেশের জীবনে। একে অন্যের কোনও কথাই বোঝার উপায় ছিল না তাদের। দোভাষীর মাধ্যমে কথা বলছিলেন দু’জন। ক্রমে আলাপ গাঢ় হয়। বার বার দেখা করতে থাকেন দু’জন। তারপর লিসাকে বিয়ের প্রস্তাব দেন মিথিলেশ। লিসা রাজিও হয়ে যান।
গত বছর ২৫ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় লিসা আর মিথিলেশের। মাত্র ২ মাস আগে সন্তান জন্ম দেন লিসা। এরপরই বেলারুশের সরকার এককালীন লক্ষাধিক টাকা দিয়েছে মিথিলেশকে।
শুধু তাই নয়, আগামী তিন বছর, প্রতিমাসে মিথিলেশের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেবে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, মিথিলেশ জানিয়েছেন, সন্তান পালনের জন্য এ টাকা দিয়েছে বেলারুশ সরকার।
তবে শর্ত রয়েছে। মিথিলেশকে থাকতে হবে বেলারুশেই। শুধু মিথিলেশই নয়, যে কেউই বেলারুশ সরকারের এ পুরস্কার নিতে পারে। কেন জানেন?
২০১৫ সাল থেকে বেলারুশে একটি নিয়ম চালু হয়েছে। আর তাহলো সন্তান জন্ম দিলে দেশটির সরকার সে দম্পতিকে লক্ষাধিক টাকা পুরস্কার দিবে।
দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নিয়েছে বেলারুশ সরকার। সন্তান জন্মদানের পর তার প্রতিপালনের জন্য এ অর্থ পুরস্কার পায় দম্পতিরা।
অনেক পরিবার সামর্থ্য না থাকায় একের বেশি সন্তান নিতে চান না। তাদের উৎসাহ দিতেই এই অনুদান দিচ্ছে বেলারুশ সরকার। তাই এ সুযোগ নিতে চাইলে আপনিও পাড়ি জমাতে পারেন সদূর বেলারুশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।