সাইকেল চালিয়ে মেট্রোরেলে উঠে যুবক ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : ভিড় ঠেলে মেট্রোরেলে তো অনেকেই ওঠেন। কিন্তু সাইকেল চালিয়ে মেট্রোর কামরায় ঢুকে পড়লেন? এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে মুম্বাইয়ের মেট্রোরেলে। সাইকেল নিয়ে মেট্রোয় উঠে গন্তব্যে পৌঁছে নেমে পড়লেন এক যুবক। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকেই ভিডিও পোস্ট করেছেন হর্ষিত অনুরাগ নামে এক যুবক। তাতে দেখা যায়, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম ধরে সাইকেল নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। নির্দিষ্ট সময়ে ট্রেন এল। সাইকেল নিয়েই সটান কামরায় উঠে পড়লেন। কামরার পাশে একটি জায়গায় সাইকেল দাঁড় করিয়ে বসে পড়লেন সিটে। তারপর গন্তব্যে পৌঁছে আবার সাইকেল নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লেন।

কেনো হঠাৎ এমন সফর? নিজেই তার উত্তর জানিয়েছেন হর্ষিত। তিনি বলেন, ‘মুম্বাইয়ের যানজটপূর্ণ রাস্তায় সাইকেল চালানোর সঙ্গে মেট্রোর যাত্রাটা মিশিয়ে ফেলার চেষ্টা করতে গিয়েই এই প্ল্যান। সাইকেলে চেপে যেমন মুম্বাইয়ের অলিগলি ঘুরে দেখা যায়, অন্যদিকে মুম্বই শহরের নাগরিক জীবনযাত্রার ছবি ধরা পড়ে মেট্রোয়। দুই যানকে মিলিয়ে দিয়ে বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার করার পরিকল্পনা ছিল। যেমন ভাবা তেমন কাজ। হর্ষিতের এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

মেট্রোর মধ্যে বিনামূল্যে সাইকেল রাখার ব্যবস্থা করেছে মুম্বাই মেট্রোর কর্তৃপক্ষ। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি সাইকেল নিয়ে মেট্রোয় ওঠার ব্যবস্থা রাখা হয়েছে স্টেশনে, সেটিও নেটদুনিয়ার মন কেড়েছে।