আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির পোষ্য হিসেবে সবচেয়ে বেশি দেখা যায় কুকুর বা বিড়ালকে। বিভিন্ন প্রজাতির কুকুর ও বিড়াল মানুষ বাড়িতে রাখেন। অনেকে আবার পাখি বা মাছ পোষেন। তবে অন্য কোনও প্রাণীকে সচরাচর বাড়ির পোষ্য হিসেবে রাখতে দেখা যায় না তেমন কাউকে। বাড়ির পোষ্য বলতে কুকুর, বিড়াল, পাখি বা মাছ ইত্যাদি। গরু বা ঘোড়া জাতীয় প্রাণীকে কোনও পশুখামারেই দেখতে পাওয়া যায়। কারও বাড়িতে এই প্রাণীগুলি দেখা সাধারণত মেলে না।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা অত্যন্ত ব্যতিক্রমী। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা্র গাড়ির সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসে রয়েছে একটি বাছুর। যা স্বভাবতই নজর কেড়েছে নেটিজেনদের। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই এই দৃশ্য দেখে অবাক হচ্ছেন সকলে।
ভিডিও দেখা বোঝা যাচ্ছে, বাছুরটির মালিক সেটিকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। তাই খুবই যত্ন করে নিজের সঙ্গে গাড়ি করে সেটিকে নিয়ে যাচ্ছেন তিনি। এমনকী দুর্ঘটনা এড়াতে সিট বেল্টও বেঁধে দিয়েছেন। বাছুরটিও বাধ্য হয়ে শান্ত ভাবে সিটে বসে আছে। এই ভিডিও দেখে মন গলেছে নেটিজেনদের। এই গবাদি পশুকে কেউ এতটা যত্ন করতে পারে তা যেন ভাবতেই পারছেন না তাঁরা।
তবে সত্যিই এমনটা ঘটেছে। যদিও ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ভিডিওটিও খুব বেশি বড় নয়। তাই সব তথ্যও তার মধ্যে দেওয়া নেই। তবে এই ঘটনা নিঃসন্দেহে পোষ্যের সম্পর্কে মানুষের ধারণা পাল্টাতে বাধ্য। কারণ খামার ছেড়ে নিজের বাড়িতে তাও নিজের গাড়িতে বাছুর নেওয়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। এটি খুবই বিচিত্র এবং অন্যরকম একটি দৃশ্য।
বাছুরটি বড় হয়ে পূর্ণবয়স্ক হওয়ার পর সেটিকে কী ভাবে রাখা হবে তা নিয়ে মালিকের তরফে কিছু জানা যায়নি। তবে নেটিজেনদের মতে, বড় হলেও এই বাছুরটিকে নিজের সঙ্গেই রাখবেন তাঁর মালিক। তখন হয়তো গাড়িতে নিয়ে ঘোড়াতে পারবেন না। তার জন্য তখন নিশ্চই অন্য কোনও ব্যবস্থা করে নেওয়া হবে বলে আশাবাদী নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।