জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্থানীয় এক যুবদল নেতার বাম হাতের কবজি কেটে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে। শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনাজী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
আহত ওই যুবদল নেতার নাম মোস্তফা আলী। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী নজির আহমদের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নুরুল আলম ও নুরুল ইসলাম গণ্ডামরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতি।
আহতের ভাই মো. ইসমাইল জানান, স্থানীয় যুবদল নেতা হিসেবে তিনি ও তার ভাই মোস্তফা আলী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় জেল খেটেছেন। শনিবার রাতে মনাজী পুকুরপাড়ের একটি চায়ের দোকানে বসে তারা দুই ভাই চা পান করছিলেন। ওই সময় নুরুল আলম ও নুরুল ইসলাম বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় তিনি ও তার ভাই প্রতিবাদ করলে এক পর্যায়ে নুরুল আলম ও নুরুল ইসলাম তাদের সহযোগীদের নিয়ে তার ভাইকে ওই দোকান থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোস্তফা আলীকে বেধড়ক পেটিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কবজি কেটে ফেলে। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে থানায় অভিযোগ দেয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।